ট্রাক পাচার চক্রের দলকে হাতেনাতে ধরলো বাঁকুড়া জেলা পুলিশ।

আবদুল হাই, বাঁকুড়াঃ ফের বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। ট্রাক ছিনতাই করে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার পথে বড়সড় আন্তঃরাজ্য ট্রাক পাচার চক্রের গোটা দলকে হাতেনাতে ধরে ফেলল বাঁকুড়া জেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বিকাল সাড়ে চারটা নাগাদ খড়গপুর থেকে পুরুলিয়া গামী একটিখালি ট্রাককে ওন্দা থানার কালীসেন এর কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর হাইজ্যাক করার চেষ্টা করে দুস্কৃতিরা। জানা গেছে দুস্কৃতিরা একটি চারচাকা গাড়িতে করে এসে চলন্ত ওই ট্রাকের সামনে দাঁড় করিয়ে দেয়। ট্রাক ড্রাইভার দুর্ঘটনা এড়াতে ট্রাকটির গতি কমিয়ে আনলে আচমকাই প্রকাশ্য রাস্তায় ওই ট্রাকের উপর চেপে বসে এক দুস্কৃতি। ট্রাকে চেপেই ওই দুস্কৃতি ট্রাক চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার কথামতো ট্রাকটিকে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। হাইজ্যাক করা ট্রাকের পিছনে নিজেদের চারচাকা গাড়িতে অনুসরণ করতে থাকে অন্য তিন দুস্কৃতি। ট্রাক হাইজ্যাকের পর পরই স্থানীয় সূত্রে পুলিশ ঘটনার কথা জানতে পারে। পুলিশের হাতে পৌঁছায় দুস্কৃতিদের চার চাকা গাড়ির নম্বর। তা দেখেই পুলিশের সন্দেহ হয় হাইজ্যাক করা ট্রাকটিকে ঝাড়খন্ডের ধানবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে দুস্কৃতিরা। এরপরই ঘটনাস্থল থেকে ধানবাদের দিকে যাওয়া বাঁকুড়ার প্রতিটি রাস্তায় জোরদার নাকা চেকিং শুরু করে পুলিশ। প্রায় দেড় ঘন্টা ধরে টানটান অপেক্ষার পর হাইজ্যাক হওয়া ট্রাকটিকে দুর্গাপুর ব্যারেজের কাছে আটক করে বড়জোড়া থানার পুলিশ। আটক করা হয় ট্রাকটিকে অনুসরণ করতে থাকা দুস্কৃতিদের চার চাকা গাড়িটিও। গোটা ঘটনায় যুক্ত চার দুস্কৃতিকে গ্রেফতার করা হয়। তাদের কাছে থেকে মোট তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *