বাঁকুড়া জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে জেলা যোগাসন ক্রীড়া প্রতিযোগিতা।

0
359

সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ একটি সুপরিচিত নাম।

সেই সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন শুরু হয়েছে।

তারই অঙ্গ হিসেবে ১৯.১২.২১ জেলার গান্ধী বিচার পরিষদ ও সংস্থার দ্বিতল ভবনে জেলা যোগাসন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।

এর উদ্বোধনে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক মাননীয় সুশান্ত কুমার ভক্ত এবং জেলার বিশিষ্ট সমাজসেবী দিলীপ আগরওয়াল।

বাঁকুড়া জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সম্পাদক রবিন মন্ডল বলেন, বাঁকুড়া জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের ব্যবস্থাপনায় এবং বাঁকুড়া জেলা যোগাসন এসোসিয়েশনের পরিচালনায় এই জেলা যোগাসন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
১৯ টি সংস্থার প্রায় ১৯৫ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়।
সফল প্রতিযোগীরা রাজ্য স্তরে অংশগ্রহণ করার সুযোগ পাবে।

তিনি আরো বলেন, সমস্ত কোভিড বিধি মেনে দুটো জায়গায় ভাগ করে এই প্রতিযোগিতা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here