হাইকোর্ট কর্তৃপক্ষ সমগ্র সারকিট বেঞ্চ এলাকা ধারাবাহিক ভাবে স্যানিটাইজেশন করার উদ্যোগ গ্রহণ করেছেন।

0
768

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- টসারাবিশ্বের পাশাপাশি ওমিক্রন ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা বেড়ে চলছে আমাদের দেশেও। এই পরিস্থিতিতেই জলপাইগুড়ি সারকিট বেঞ্চে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগমন ঘটছে একাধিক আইনজীবীদের। ভবিষ্যৎ সম্ভাবনার কথা মাথায় রেখে জেলা প্রশাসনের পাশাপাশি হাইকোর্ট কর্তৃপক্ষ সমগ্র সারকিট বেঞ্চ এলাকা ধারাবাহিক ভাবে স্যানিটাইজেশন করার উদ্যোগ গ্রহণ করেছেন। সারকিট বেঞ্চের কোর্ট কিপার শ্রী অনিল কুমার রায় জানিয়েছেন যে, জলপাইগুড়ি মিউনিসিপালিটির সহায়তায় এই রবিবার সারকিট বেঞ্চেও সমগ্র ভবন ও কোর্ট রুমের পাশাপাশি আশেপাশের সমগ্র এলাকা জীবাণুমুক্ত করার কাজ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে ও আগামী বেশ কিছু সপ্তাহ এই প্রক্রিয়া ধারাবাহিক থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here