চন্দ্রকোনায় বিষ খেয়ে আত্মঘাতী কৃষকের পরিবারের বাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,নিশানা করলেন রাজ্য সরকারকে।

0
280

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- সোমবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধান্যঝাটি গ্রামে বিষ খেয়ে মৃত কৃষক ভোলানাথ বায়েনের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত গত ৬ ই ডিসেম্বর রাতে বাড়িতে বিষ খেয়ে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি ছিলেন ভোলানাথ বায়েন।পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়।পরিবারের তরফে দাবি করা হয়েছিল,ঋণ নিয়ে আলু চাষ করেছিল ক্ষুদ্র চাষি ভোলানাথ বায়েন,কিন্তু জাওয়াদের জেরে ভারি বৃষ্টিতে সদ্য লাগানো সেই আলু জমি জলে ডুবে গিয়েছিল।ঋণ নিয়ে চাষ করে ফসল নষ্টের আশঙ্কায় স্ত্রী মিঠু বায়েনের সাথে অশান্তি যার জেরে বিষ খেয়ে আত্মঘাতী হয় চন্দ্রকোনার ওই কৃষক।এইদিন সেই কৃষকের বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি এই বিষয় নিয়ে কার্যত নিশানা করলেন বর্তমান রাজ্য সরকারের উপর তিনি বলেন যেখানে দুর্গো পূজোতে ২০০ কোটি টাকা খরচ করেন সেখানে এইসব ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ দেওয়া হোক, পাশাপাশি ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।