জুয়োর বোর্ডের প্রতিবাদ করায়,তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর শহরের সহ-সভাপতির ভাই সহ দুজনকে মারধোর দুষ্কৃতিদের, গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত বিজেপির।

0
278

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এলাকার জুয়োর বোর্ডের প্রতিবাদ করায় যুব তৃণমূল কংগ্রেসের নদীয়ার কৃষ্ণনগর শহরের সহ-সভাপতির ভাই সহ দুজনকে দুষ্কৃতীরা প্রচণ্ড মারধোর করেছে। বর্তমানে দুজনেই কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে কৃষ্ণনগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে। যুব তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর শহরের সহ-সভাপতি বাবন সিংহ রায় অভিযোগ করেছেন,’ তিন নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই জুয়োর বোর্ড চলে আসছে। সেইসঙ্গে মাদক জাতীয় দ্রব্যের ব্যবহারও চলে। আমার ভাই ছোটন সিংহ রায় তার প্রতিবাদ করেছিলেন। সেই কারণে রবিবার বিকেলে আমার ভাই যখন মোটর বাইক নিয়ে বাড়ির দিকে আসছিল তখন দুষ্কৃতীরা তারপর আটকে থাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। সেই সঙ্গে একই কারণে মারধর করা হয় আরো একজনকে। যারা এই কাজ করেছে তারা একটা সময় বিজেপি করত। যদিও তারা বিজেপি ছেড়ে দিয়ে বর্তমানে তৃণমূল কংগ্রেস করে বলে দাবি করলেও আমাদের দল কখনো এই ধরনের কাজ কে প্রশ্রয় দেয় না। দলীয় নেতৃত্ব এবং পুলিশের কাছে আবেদন করেছি, জুয়োর বোর্ড সহ অবিলম্বে অসামাজিক কার্যকলাপ বন্ধ করা হোক।’ যদিও বিজেপি নেতা সন্দীপ মজুমদার বলেন,’ এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যাপার। এইসব ব্যাপারে আমাদের দলের কেউ জড়িত নয়।’