তমলুকে মোবাইল ফোনের অস্বাভাবিক ডেটা চার্জ বৃদ্ধির প্রতিবাদে বাম ছাত্র যুব সংগঠনের।

0
347

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- মোবাইল ফোনের অস্বাভাবিক চার্জ বৃদ্ধির প্রতিবাদে যুব সংগঠন অল ইন্ডিয়া ডি ওয়াই ও ‘ র পক্ষ থেকে সোমবার সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বিক্ষোভ প্রদর্শন,এইদিন তমলুক হাসপাতাল মোড় এলাকায় মিছিল করার পর সংগঠনের সদস্যরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পথসভা করে তীব্র বিক্ষোভ দেখাতে থাকে। এইদিন সমগ্র প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভানেত্রী স্নেহলতা সাউ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আশীষ দোলাই, মঞ্জুশ্রী মাইতি প্রমূখ। তারা বলেন লকডাউনে এমনিতেই সাধারণ মানুষের চূড়ান্ত আর্থিক সংকটে আছেন। ছাত্র-ছাত্রী থেকে বেকার যুবক সকল স্তরের মানুষকে যেকোনো কাজের প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করতে হচ্ছে। গ্রামের একেবারে দিনমজুর সরকারি একশ দিনের কাজের টাকা পাওয়ার জন্য ব্যাংকের সাথে মোবাইল নম্বর যুক্ত করে রাখতে বাধ্য হচ্ছেন। এই সুযোগে বহুজাতিক সংস্থা গুলি ২০-২৫ শতাংশ মোবাইলের চার্জ বৃদ্ধি করে তাদের উপর আরও বোঝা চাপাল। তুলে দেওয়া হল লাইফটাইম পরিষেবা, যাতে যুক্ত ছিলেন হাজার হাজার মানুষ। যেখানে ৩৫ টাকায় সারা মাস ফোন আসত সেখানে এখন লাগে ৯৯ টাকা। একইভাবে বেড়েছে ডেটা প্যাক চার্জ। বিএসএনএল কে ধংস করার চক্রান্ত করে বহুজাতিক সংস্থা গুলির মুনাফা করার সুযোগ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। মোবাইল ফোন সার্ভিস প্রোভাইডার সংস্থা গুলির উপর নিয়ন্ত্রণ রাখতে ট্রাই (TRAI) কোন ভূমিকা নিচ্ছে না, বরং তার অধিকার খর্ব করা হচ্ছে।
স্নেহলতা সাউ বলেন অবিলম্বে মোবাইলের চার্জ কমাতে হবে, উন্নত পরিষেবা প্রদান করার জন্য সরকারি সংস্থা বিএসএনএল এর উন্নত প্রযুক্তি ও পরিকাঠামো গড়ে তোলা এবং ট্রাইকে এক্ষেত্রে সদর্থক ভূমিকা নিতে হবে এই দাবিতে আমরা আন্দোলন করছি। সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
তমলুকের পাশাপাশি কাঁথি এবং এগরা শহরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।