পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ারকে মারধোর করার ঘটনায় আদালতে দোষীর দায়ের করা আবেদন খারিজ।

0
534

বালুরঘাটঃ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ারকে মারধোর করার ঘটনায় আদালতে দোষীর দায়ের করা আবেদন খারিজ। জানা গেছে ২০১৭ সালের ১৮-ই ডিসেম্বর তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার অরিত্র রায়-কে মারধোর, হেনস্থা করা সহ ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠে তার অফিসের প্রধাণ করণিক সঞ্জীব প্রসাদের বিরুদ্ধে। যার পরে দক্ষিণ দিনাজপুর জেলা বিচারালয়ের সি.জে.এম কোর্টে বিচার শুরু হয় এবং শুনানি শেষে বিচারক সঞ্জীব প্রসাদ-কে দোষী সাব্যস্ত করে। এরপর সঞ্জীব প্রসাদ রায়ের বিরুদ্ধে আবেদন করেন। যার পর এই মামলার ফের বিচার শুরু হয় দক্ষিণ দিনাজপুর জেলা বিচারালয়ের অতিরিক্ত নগর দায়রা বিচারক(তৃতীয় আদালত)-এ। এবং চলতি বছরের ২০-ডিসেম্বর অর্থাৎ সোমবার বিচারক এই মামলায় সঞ্জীব প্রসাদ-এর আবেদন খারিজ করেন। দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন এই মামলায় অতিরিক্ত নগর দায়রা বিচারক(তৃতীয় আদালত) অজয়েন্দ্র ভট্টাচার্য্য সঞ্জীব প্রসাদ-এর আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায় বহাল রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here