পুলিশের সচেতনতা এবং ফাইন সমানতালে চলল গাড়িচালকদের উপর ধুলাগর টোল প্লাজায় ।

0
386

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : পুলিশের সচেতনতা এবং ফাইন সমানতালে চলল গাড়িচালকদের উপর ধুলাগর টোল প্লাজায় । হেলমেট ছাড়া গাড়ি চালালে কি হয় তারও সচেতনতা যেমন করলেন ঠিক তেমনি হেলমেট বিহীন গাড়ি চালকদের স্পট ফাইন করে আইন রক্ষা কাজ সমান তালে চালালেন ধুলাগর এর ট্রাফিক পুলিশ। প্রতিনিয়ত একই কথা বলতে যাদের কোনো ক্লান্তি আসে না সেই ট্রাফিক পুলিশ সহ সিভিক ভলেন্টিয়ার দের অন্যান্য দিনের মতন আজও দেখা গেল সমান্তরালভাবে কর্তব্যরত সাঁকরাইল টোল প্লাজা তে। সেভ ড্রাইভ সেভ লাইফ এই লেখা টি চারিদিকে সমস্ত যানবাহনে আমরা দেখতে পাই। দু চাকা মোটর সাইকেল আরোহীদের বাইকে লেখা থাকলেও মাথায় হেলমেট পড়তে যেন তাদের অনীহা। এই অনীহাকে অভ্যাসের রূপদান করতে সদা তৎপর ট্রাফিক পুলিশ। বুঝিয়ে না হলেও স্পট ফাইন কাটতে দ্বিধা করলেননা কর্তব্যরত ট্রাফিক পুলিশ। আমাদের প্রশ্নের উত্তরে ট্রাফিক ইএসআই শেখ আব্দুল মান্নান ধুলাগর ট্রাফিক বললেন “আমাদের প্রতিনিয়ত সতর্কতার ফলেও বহু টু হুইলার আরোহী বীনা হেলমেটে গাড়ি চালাচ্ছেন এবং নিজেদের অসতর্ক তার জন্য প্রত্যেকদিন কোন না কোন ব্যক্তি গাড়ির ধাক্কায় গুরুতর আহত কিংবা মৃত্যুর মুখে পতিত হচ্ছেন । আমরা চাই প্রত্যেক মোটরসাইকেল আরোহী যেন হেলমেট ব্যবহার করেন এবং নিজেদের কাগজপত্র ঠিকঠাক করে তবেই গন্তব্যস্থলে রওনা হন । তা না হলে বিপদ কখন যে পেতে বসে আছে তা আপনারা নিজেরা ও বুঝতে পাবেন না। আপনার জীবন মূল্যবান এই মূল্যবান জীবন যত্নে রাখুন দুর্ঘটনা এড়িয়ে চলুন। সর্বদাই হেলমেট ব্যবহার করুন।