মোবাইল ডাটা প্যাক রিচার্জ এর দাম বৃদ্ধি এবং বাসে ছাত্র-ছাত্রীদের ভাড়া এক-তৃতীয়াংশ কমানোর দাবি নিয়ে AIDSO র বিক্ষোভ মিছিল মেদনীপুর শহরে।

0
318

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- মোবাইল ডেটা প্যাক রিচার্জের দাম বৃদ্ধি এবং বাসে ছাত্র-ছাত্রীদের এক-তৃতীয়াংশ ভাড়ায় যাতায়াতের দাবিতে মেদিনীপুরে ছাত্র সংগঠন AIDSO র বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় সোমবার।এইদিন বিকেলে মিছিল বিদ্যাসাগর হলের সামনে থেকে শুরু হয়ে জেলাশাসক দপ্তরের সামনে আসে এবং একটি সংক্ষিপ্ত সভা হয়। এইদিন সমগ্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি শামসুল আলম এবং জেলা সভাপতি বিশ্বরঞ্জন গিরি, ব্রতীন দাস প্রমূখ। মিছিল থেকে ডেটা প্যাকের দাম কমানো এবং ছাত্র ছাত্রীদের বাসে এক তৃতীয়াংশ ভাড়ায় যাতায়াতের জন্য আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানায় নেতৃত্বরা।