মৎস্য চাষী দের ক্রেডিট কার্ডের সচতনতা শিবির।

0
300

সুদীপ সেন, বাঁকুড়াঃ- রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী প্রায় সমস্ত স্তরের মানুষের জন্য বিভিন্ন জন কল্যাণকর প্রকল্প গ্রহণ করেছেন।

রাজ্যের অসংখ্য মানুষ এই প্রকল্পগুলির ফলে উপকৃত হচ্ছে।

ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক সমাজ উপকৃত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে।

তৃতীয় বারের দুয়ারে সরকারে মুখ্য মন্ত্রীর নব সংযোজন মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড।

এই কাজ কে ত্বরান্বিত করতে ২০.১২.২১ শালতোড়া ব্লক প্রশাসনের উদ্যোগে, পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় পঞ্চায়েত সমিতির সভা কক্ষে ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মৎস্যজীবীদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।

শালতোড়া পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধক্য কৈলাশ বাউরি নিজে এই শিবিরে উপস্থিত থেকে মৎস্যজীবীদের বিভিন্ন বিষয় অবগত করান।

এই প্রসঙ্গে শালতোড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস কুমার গিরি বলেন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে তৃতীয় বারের দুয়ারে সরকারের ক্যাম্পে মৎস্য জীবি ক্রেডিট কার্ডের কাজ সম্পন্ন হবে।

ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মৎস্য জীবি দের বিভিন্ন বিষয় আজকের ক্রেডিট কার্ডের শিবিরে আলোচনা করা হয়।

২০.১২.২১ যারা এই ক্রেডিট কার্ডের জন্য ফর্ম নিচ্ছেন তাদের ফর্ম ২৭.১২.২১ তারিখে জমা নেওয়া হবে।