শান্তিপুর থানার উদ্যোগে সেভ ড্রাইভ ও সেফ লাইফ সচেতনতা ফেরাতে পথনাটিকা পাড়ার বিভিন্ন মোড়ে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট পুলিশ স্টেশনের নির্দেশে এবং শান্তিপুর প্রশাশনের উদ্যোগে শান্তিপুর কে বি প্রামাণিক স্ট্রিটের নাট্য সংস্থা উড়ানের তত্ত্বাবধানে সমগ্র বাইক আরোহী থেকে শুরু করে সমস্ত প্রকার গাড়ির চালক এবং সর্বোপরি জনসচেতনতার বার্তা বাহক হিসাবে অনুষ্ঠিত হলো সেভ ড্রাইভ ও সেফ লাইফ সংক্রান্ত এক বিশেষ পথনাটিকা । উপস্থিত ছিলেন সার্কেল ইন্সপেক্টর গৌরীপ্রসন্ন বন্ধু শান্তিপুর থানার ওসি লাল্টু ঘোষ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা।
শান্তিপুর ডাকঘর মোড় ছাড়াও শান্তিপুর বায়গাছি মোড় এবং স্টেশন সংলগ্ন গোল পার্ক অঞ্চলে প্রশাসনের উদ্যোগে এই ধরনের সচেতনতা মূলক নাটক প্রদর্শন করতে প্রত্যক্ষ করা গেলো । এই নাটকের মাধ্যমে শুধু গাড়ি আসতে চালানোর বার্তাই দেওয়া হলো না , বার্তা দেওয়া হলো মাথায় হেলমেট পরিধান থেকে শুরু করে সমগ্র ট্রাফিক আইন কে মান্যতা দেবার বার্তা প্রেরণ করা হলো । যেমন যেখানে বিদ্যালয় সেখানে আসতে গাড়ি চালাতে বলা , নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি না চালানো ইত্যাদি ; বেশ কয়েক্ টি দুর্ঘটনার কোথাও কথাও তুলে ধরা হলো নাটকের মাধ্যমে । তবে প্রাচীন কাল বা মধ্য যুগেও সমাজের শিক্ষা সংস্কৃতির বার্তা বাহক হিসাবে থিয়েটার বা নাটককে হাতিয়ার করা হতো । কালের বিবর্তনে ও কিন্তু সেই ধারা বাহিকতা বজায় রইলো । তবে সমাজ সত্যিই সচেতন হবে তো ? প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *