আসানসোল সাব ডিভিসনাল যোগাসানা চ্যাম্পিয়নশিপ।

পশ্চিম বর্ধমান, সেখ ওলি মহম্মদঃ- যোগা হল একমাত্র প্রাকৃতিক উপায় যা শারীরিক গঠন ঠিক করে এবং গোটা শরীর জুড়ে কাজ করে। যোগও ব্যায়াম যে কোনো জায়গায় এবং যে কোনো সময় করা যেতে পারে। এর জন্য কোনো নির্দিষ্ট জায়গা বা সরঞ্জামের প্রয়োজন হয় না। তাই আজ পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে অগ্রদূত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নতুন এগারা যুবক সমিতি এবং নিউ এগারা বিবেকানন্দ সোসাইটীর যৌথ উদ্যোগে আসানসোল সাব ডিভিসনাল যোগাসানা চ্যাম্পিয়নশিপ আয়োজিত হল। এই প্রতিযোগিতায় নেতাজি স্পোর্টিং ক্লাব, রানিগঞ্জ প্যারাডাইস ক্লাব, অভিষিক্ত যোগা ইন্সটিটিউট, দীপান্বিতা সবপেয়েছি ইনস্টিটিউট, এবং উদয়ন সংঘের ৩০০ জন প্রতিযোগী অংশ নেয়। এদিন প্রতিটি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এদিন উপস্থিত ছিলেন অগ্রদূত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি দীনেশ মণ্ডল, সম্পাদক রহিত রায়, বল্লভপুর আউট পোস্টের আইসি তাপস মণ্ডল, বাংলা পক্ষ জেলা সভাপতি অক্ষয় ব্যানার্জি সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *