কলকাতা পৌরসভা নির্বাচনে , জয়ের আনন্দে মেতে উঠল INTTUCএর সমর্থকরা।

0
315

আবদুল হাই, বাঁকুড়াঃ বিধানসভা নির্বাচনের পর কলকাতা পৌরভোটেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তৃণমূল কংগ্রেস ৷ সকাল থেকে যে ট্রেন্ড সামনে আসতে শুরু করে, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছিল ৷ 144টি ওয়ার্ডের মধ্যে সব মিলিয়ে বিরোধীদের ঝোলায় দশের বেশি আসন যে যাচ্ছে না, তা দিনের শুরুতেই বোঝা যাচ্ছিল ৷ শেষমেশ ১৩৪টি আসনে জয়লাভ করে ঘাসফুল শিবির। এমন ফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে সাধারণ কর্মী-সমর্থকরা। কলকাতা পৌরসভা নির্বাচনে বিপুল সংখ্যক আসনে তৃতীয়বারের জন্য কলকাতার ছোটলাল বাড়ির ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয় লাভের আনন্দে মেতে উঠল বাঁকুড়া জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকরা। পশ্চিমবঙ্গ আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত ব্যানার্জির নির্দেশে এবং বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি রথীন ব্যানার্জির নেতৃত্বে দুর্লভপুর শ্রমিক ভবন থেকে একটি বিজয় মিছিল বের হয় সমগ্র দুর্লভপুর বাজার ও লাগাপাড়া বাজার পরিক্রমা করে শ্রমিক ভবনে এসে মিছিল শেষ হয়। মিছিলে পা মেলান কয়েকশো তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর নামে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা।