কেশপুর থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে সামনে রেখে কচিকাচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা।

0
528

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- দুর্ঘটনাকে এড়াতে জেলা পুলিশের নির্দেশে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে একাধিক কর্মসূচি করছে পুলিশ প্রশাসন, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার উদ্যোগে এবং জেলা পুলিশের নির্দেশে এলাকার কচিকাঁচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, এই অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি পথ নিরাপত্তা ও বিষয় নিয়ে এলাকার মানুষকে সচেতন করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, উপস্থিত ছিলেন কেশপুর থানার ভারপ্রাপ্ত অফিসারের অঞ্জনি কুমার তিওয়ারি সহ জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।