জলপাইগুড়ির দিনবাজার মার্কেট কমপ্লেক্সে‌র দোকান‌ ঘর বন্টন করা নিয়ে উত্তর‌বঙ্গ উন্নয়ন পর্ষদের আধিকারিক‌দের সঙ্গে বৈঠক করল জলপাইগুড়ি পুরকর্তৃপক্ষ।

0
301

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-  জলপাইগুড়ির দিনবাজার মার্কেট কমপ্লেক্সে‌র দোকান‌ ঘর বন্টন করা নিয়ে উত্তর‌বঙ্গ উন্নয়ন পর্ষদের আধিকারিক‌দের সঙ্গে বৈঠক করল জলপাইগুড়ি পুরকর্তৃপক্ষ। ইতিমধ্যেই দিনবাজার ব্যবসায়ী কল‍্যাণ সমিতির সমস্ত সদস্যদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন পুরসভার প্রশাসক বোর্ডের আধিকারিক‌রা। এবার উত্তর‌বঙ্গ উন্নয়ন পর্ষদের আধিকারিক‌দের সঙ্গে বৈঠক করে দোকান বন্ঠ‌নের বিষয় নিয়ে আলোচনা করে‌ন তারা। বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল। পুরসভার চেয়ারপারপার্সন পাপিয়া পাল বলেন, ২০১৫ সালের ৭ মে রাতে বিধ্বংসী অগ্নিকান্ডে দিনবাজার‌রের প্রচুর দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি উদ্যোগে এখানে একটি মার্কেট কমপ্লেক্স তৈরি করা হয়েছে। মার্কেট ভবনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। জানা গেছে লিফ্ট ও বিদ্যুৎ সহ সামান্য কিছু কাজ এখন‌ও বাকি রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে যাতে সুষ্ঠুভাবে মার্কেট কমপ্লেক্সের দোকানগুলো বন্ঠন করা যায় তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। প্রয়োজনে ব‍্যবসায়ীদের সঙ্গে আবারও বৈঠক করা হবে। পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই যাতে ক্ষতিগ্রস্ত ১১৯ জন ব‍্যবসায়ীর মধ্যে দোকান ঘরগুলো‌র বন্ঠন প্রক্রিয়া সম্পন্ন করা যায় পুরসভার কাছে এই আবেদন জানিয়েছেন দিনবাজার ব্যবসায়ী কল‍্যাণ সমিতি সদস্য‌রা।