তৃণমূল কংগ্রেসের ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল ভিত্তিক ও ওয়ার্ড ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

0
374

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- তৃণমূল কংগ্রেসের ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল ভিত্তিক ও ওয়ার্ড ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।সেই কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ফালাকাটা ব্লকের দেওগাঁও দক্ষিণাংশে যুব তৃণমূলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো স্বামীজি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন যুব তৃণমূলের কর্মী সম্মেলনে এলাকার কর্মী সমর্থকদের সংগঠনকে আরো মজবুত করার বার্তা দেন ব্লক নেতৃত্বরা।আগামী পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন সহ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দলকে আরো মজবুত করার লক্ষ্যমাত্রা নিয়ে ব্লকের প্রতিটি অঞ্চলে এই কর্মীসভা বলে জানান ফালাকাটা যুব তৃণমূলের ব্লক সভাপতি শুভব্রত দে। এদিনের ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যুব তৃণমূলের ফালাকাটা ব্লক সভাপতি শুভব্রত দে, আলিপুরদুয়ার জেলা যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক দেবজিৎ পাল সহ অন্যান্য নেতৃত্ব।