নদীয়ার রানাঘাটের আদালত থেকে তুলে নিয়ে গিয়ে স্ত্রীকে এসিড ছুড়ে মারল তার স্বামী।

0
303

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গত 6 বছর আগে বিয়ে হয় তাহেরপুর থানার টাকশাল এলাকার সোনিয়ারী মণ্ডলের সঙ্গে ওই একই এলাকার বাসিন্দা সফিউদ্দিন মন্ডলের।
সোনিয়ার বাড়ির লোকের অভিযোগ স্ত্রীকে নির্যাতন করতো স্বামী এবং শ্বশুরবাড়ির লোক সেই কারণে গত তিন মাস আগে সোনিয়া তার বাড়িতে চলে আসে। বিবাহ বিচ্ছেদের মামলা করার জন্য আজ আইনজীবী তাকে আদালতে আসতে বলে। সেখানে উপস্থিত হয়ে স্বামী শরিফ উদ্দিন মন্ডল তাকে জোর করে তুলে নিয়ে যায় নানা স্বাদ নবারুণ সংঘ এর মাঠে।
খোঁজাখুঁজি করে সেখানে পৌঁছায় সোনিয়ার মা এবং কাকা। সেখানেই বাদানুবাদ চলাকালীন পকেট থেকে এসিডের সিসি বের করে আসিড ছুড়ে মারে স্ত্রী সোনিয়ার মুখে। এই ঘটনায় ওই গৃহবধূর মা এবং কাকার গায়ে আ্যসিড লাগে। বর্তমানে ওই গৃহবধূ রানাঘাট মহাকুমা হাসপাতালে ভর্তি।
পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here