বিজ্ঞান সম্মত ধারণা ও কুসংস্কার মুক্ত করতে আকাশ পর্যবেক্ষণ।

0
886

পুরুলিয়া, শিবপ্রসাদ মন্ডল:-  ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে আজ 21 শে ডিসেম্বর শহরের নীলকুঠি ডাঙ্গা মাঠে টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণ এর কর্মসূচি গ্রহণ করা হয়। শহরের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী- শিক্ষক অভিভাবক এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। কর্মসূচির শুরুতেই আকাশ পর্যবেক্ষণ কেন করব তা নিয়ে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখেন সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের জ্যোতিপদার্থবিজ্ঞানের অধ্যাপক ড: সুশান্ত কুমার মন্ডল। প্রথমে শনির বলয় দেখানো হয়। পরবর্তীতে বৃহস্পতি এবং তার উপগ্রহ এবং সর্বশেষ চাঁদ কে দেখানো হয়। ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক রঞ্জিত জানা জানান, “আমরা আকাশ সম্পর্কে বিজ্ঞানসম্মত ও কুসংস্কার মুক্ত ধারণা গড়ে তোলার উদ্দেশ্যেই এই ধরনের কর্মসূচি করে থাকি। আজকের কর্মসূচিতে আমরা ব্যাপকভাবে সাড়া পেয়েছি। আগামী দিনেও জেলার বিভিন্ন ব্লকে এধরনের কর্মসূচি চালিয়ে যাবো।