মালদা পৌরসভা শহর বাসীদের নতুন চমক দিতে চলেছে নতুন ভাবে আলোক সজ্জায় সাজিয়ে তোলার উদ্যোগ নিলো পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ।

0
364

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-  নতুন বছরের শুরুর আগেই মালদা পৌরসভা শহর বাসীদের নতুন চমক দিতে চলেছে নতুন ভাবে আলোক সজ্জায় সাজিয়ে তোলার উদ্যোগ নিলো পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ। ১  জানুয়ারি নতুনভাবে সাজিয়ে তুলতে উদ্যোগ নিয়েছে পুরাতন মালদা পুরসভার প্রশাসক বশিষ্ট্য ত্রিবেদী ।  সোমবার সন্ধ্যায় পুরাতন মালদা পুরসভা প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন বশিষ্ট্য ত্রিবেদী জানিয়েছেন,  শহরের বাচামারি থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত রাস্তায় ডিভাইডার থেকে শুরু করে বিভিন্ন আলোর রশনায় ভরে তোলা হবে। রঙীন  ছাতা,  পুতুল সমস্ত বিশ্ব বাংলা লোগো লাগানো হয়েছে।  মালদার জেলাশাসককে নতুন বছরের উপহার দিবে সংশ্লিষ্ট পুর কর্তৃপক্ষ।