লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ১ মধ্যবয়স্ক মহিলার।

0
400

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ১ মধ্যবয়স্ক মহিলার। ঘটনাটি ঘটে হাওড়া পাঁচলা জুজারসাহা উত্তরপাড়া ধুলোগোর ফটিকগাছি রাজ্য সড়কে । মহিলার নাম সম্পা মান্না , বয়স আনুমানিক ৪২ বছর। প্রবাদে আছ ” রাখে হরি মারে কে” এই প্রবাদ বাক্যটি হুবহু ফলে গেল দুর্ঘটনায় এক রতি মেয়েটির কোন আঁচড় না লাগায় । পুলিশ সূত্রে জানা যায় রাস্তার ধার বরাবর হেটে যাচ্ছিলেন মা ও মেয়ে, পিছন থেকে দুরন্ত গতিতে আসা লরির চাকায় চাদর আটকে লরির পিছনের চাকায় পিষ্ট হয়ে যান মহিলা । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । মেয়েকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনা। এই মর্মান্তিক মৃত্যুতে স্তম্বিত পথচারীরা। ঘটনাস্থলে পাঁচলা থানার পুলিশ এসে মৃতদেহটিকে নিয়ে যান।