কনকনে শীতের রাতে উর্দু একাডেমীর উদ্যোগে কাওয়ালি গান।

0
950

পুরুলিয়া, শিবপ্রসাদ মন্ডল:- ওয়েস্ট বেঙ্গল ঊর্দু একাডেমির উদ্যোগে পুরুলিয়া শহরের মানভূম ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হল কাওয়ালি গানের অনুষ্ঠান। কনকনে শীত গায়ে মেখে রাতভর কাওয়ালী গানের উষ্ণতায় জমে উঠেছিল পুরুলিয়ার ইনডোর স্টেডিয়াম।
দুদিন ধরে চলা অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্র ছাত্রী ছাড়াও দূর-দূরান্তের কাওয়ালী প্রেমী মানুষেরা ভিড় জমান। পুরুলিয়া শহরের প্রথমবার অনুষ্ঠিত হওয়া এত বড় কাওয়ালী অনুষ্ঠানের মূল উদ্যোক্তা পুরুলিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলার তথা ওয়েস্টবেঙ্গল উর্দু একাডেমির সদস্য সোহেল দাদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু।এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি সহ আরো অনেকে। সোহেল দাদ খান জানান।সম্পূর্ণ সরকারি উদ্যোগে পুরুলিয়া জেলায় এত বড় কাওয়ালী অনুষ্ঠান এই প্রথম বার। বহুদিন থেকেই কাওয়ালী প্রেমী মানুষেরা আবেদন করে আসছিলেন যদি পুরুলিয়ার মতো জায়গায় কাওয়ালী গানের অনুষ্ঠান করা হয়। সেই কথা ভেবেই ওয়েস্টবেঙ্গল উর্দু একাডেমীর উদ্যোগে ইনডোর স্টেডিয়ামে কাওয়ালী গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরপ্রদেশের জনপ্রিয় কাওয়ালি শিল্পী আরিফ খান এবং তার টিমকে পুরুলিয়ার ইনডোরে নিয়ে আসার জন্য সকলেই খুশি।আরিফ খানের কাওয়ালী অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।সুষ্ঠু ভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান সোহেল দাদ খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here