নদিয়া হাঁসখালিতে কৃষকদের এক বিক্ষোভ সভায় সামিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

0
427

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- কলকাতা কর্পোরেশনের ভোট হয়নি। যে ইভিএমে ভি ভি প্যাড থাকে না, সিসিটিভির তার খোলা থাকে, সেখানে কি করে ভোট হয়? ওটা ভোট হয়নি। দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক ও ভাইপো মিলে বসে কে কত ভোট পাবেন তা নিজেরা ঠিক করে দিয়েছে। আমি আলোচনায় যাবনা। শুধু এটাই বলব ওটা ভোট হয়নি। নদীয়ার হাঁসখালি তে বুধবার কৃষকদের নিয়ে এক বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল গোয়াতে তৃণমূল কংগ্রেস এক শতাংশ ভোটও পাবে না বলে যে মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন,’ বাংলার কয়লা গরু বালি থেকে রোজগার করা টাকা তুলে নিয়ে গিয়ে বিজ্ঞাপন দিয়েছে। ত্রিপুরাতে করেছিল, যা অবস্থা হয়েছে, গোয়াতে তার থেকেও খারাপ অবস্থা হবে। কে কি বলল সেটা বড় কথা নয় বাস্তব অবস্থা তাই। গোয়াতে বিজেপি সরকার আরো বেশি আসন নিয়ে জয়লাভ করবে।’ আসন্ন পুরভোটে কেন্দ্রীয় বাহিনী তারা চাইছেন কিনা সে বিষয়ে প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী বলেন,’ আমরা বারবার বলেছি কেন্দ্রীয় বাহিনী চাই। পুলিশের ভূমিকা তো কলকাতা পুরসভায় দেখলেন। সব পুলিশ তো খারাপ নয়। ওদের ৫০০টাকা করে দিয়েছে বলেছে যা খুশি করো কিছু করা যাবে না। কলকাতা পুলিশ কোন আইপিএস চালান না। শান্তনু সিনহা বিশ্বাস নামে একজন আইসি চালান। সৌরভ দাস এর নির্বাচন কমিশন নির্বাচন করেনি। দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকের নেতৃত্ব নির্বাচন হয়েছে। উত্তর ২৪ পরগনা মানে তো ভাইপোর টিম।’