শালবনির ভগবতীচকে দুর্বল সেতু দিয়ে পড়ে যাওয়া ব্যক্তির খোঁজ না পাওয়ায় ব্লক সভাপতিকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের।

0
496

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের পিড়াকাটা ফাঁড়ির এলাকার ভগবতীচকে একটি দুর্বল সেতুর উপর থেকে গত সোমবার বাদল মাহাতো নামে ওই এলাকার এক ব্যক্তি সাইকেল নিয়ে পড়ে যায় এখনো পর্যন্ত ওই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়নি এরপর খোঁজাখুঁজি শুরু হলো ব্যক্তির মৃতদেহ উদ্ধার করতে সম্ভব হয়নি প্রশাসন । বুধবার এলাকায় জান শালবনি ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ নেপাল সিংহ পৌছতেই সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে সাধারণ মানুষের অভিযোগ সেতুটি দীর্ঘদিন ধরে দুর্বল জানিয়েও কোনো লাভ হয়নি আজ তিনি সার্কাস দেখতে এসেছেন এমনটাই দাবি করছে এলাকাবাসী সেতু ধারে কোনো গার্ডওয়াল নেই সেতুর মাঝে বড় বড় গর্ত এই কারণে এই দুর্ঘটনা স্থানীয় মানুষের অভিযোগ এই এই দুর্বল ব্রিজের উপর দিয়েই কয়েকশো মানুষ সহ স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা পারাপার করে যেকোনো মুহূর্তে এরচেয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে, এই অভিযোগ তুলে নেপাল সিংহ কে ঘিরে বিক্ষোভ, এলাকাবাসীদের অভিযোগ বারবার জানিও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। পাশাপাশি ওই ব্যক্তিকে খুঁজে না পায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে।