হলদিয়া রিফাইনারি শোধনগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের,ঘটনাস্থলে মন্ত্রী সৌমেন মহাপাত্র।

0
299

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া রিফাইনারি শোধনগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিনজনের, আহত হয়েছে প্রায় ৩৮ জন, এমনটাই জানা গিয়েছে সূত্রে, বুধবার মৃত পরিবারের আর্থিক ক্ষতিপূরণ সহ প্রত্যেক পরিবারের কাজের দাবি নিয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ প্রদর্শনে শামিল হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা,এইদিন দুপুর নাগাদ ঘটনাস্থল পরিদর্শন করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যাদের মৃত্যু হয়েছে তাদের একজনের বাড়ি বিহারে, অপর দুই জনের বাড়ি মহারাষ্ট্রে, এবং ৭ জনের অবস্থা আশঙ্কাজনক, কারণ তাদের শরীর ৭০% পুড়ে গিয়েছে এই অগ্নিকাণ্ড,আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম ইতিমধ্যেই আহত শ্রমিকদের চিকিৎসা চলছে এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ, পাশাপাশি যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে IOC তরফ থেকে পাঁচ লাখ টাকা এবং যারা এজেন্সি তাদের তরফ থেকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এমনটাই জানালেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, পাশাপাশি তিনি আরও জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আহত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে,যদিও এই ঘটনা নিয়ে স্বাস্থ্য নিয়ে এবং শ্রমিকদের নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্য মজদুর সংঘের সহ-সভাপতি প্রদীপ বিজলী, তিনি বলেন রাজ্যের স্বাস্থ্য পরীক্ষার সময় একবারে ভেঙে পড়েছে, আর উনি শ্রমিকদের বলছেন শ্রমিকদের জন্য কি করেছেন, আমরা চাই যে সব শ্রমিকের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ এবং যারা আহত হয়েছেন তারা যেন ক্ষতিপূরণ পায় তাই আবেদন রাখছি। এক কথায় বলা যেতে পারে পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।