হলদিয়া রিফাইনারি শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে তিন জনের,বুধবার গেটের সামনে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের।

0
357

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর নাগাদ পূর্ব মেদিনীপুর হলদিয়া রিফাইনারি শোধনাগারে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত্যু হয়েছে তিন জনের, আহত একাধিক, এই ঘটনায় বুধবার হলদিয়া কারখানা গেটের সামনে বিক্ষোভে সামিল তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা। শ্রমিক সংগঠনের দাবি যারা অসুস্থ রয়েছে কলকাতায় ভর্তি রয়েছে তাদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব IOC কর্তৃপক্ষকে নিতে হবে। পাশাপাশি IOC কারখানায় গতকাল যে তিনজন মারা গেছে সেই মৃত পরিবারকে প্রত্যেককে ২৫ লক্ষ করে টাকা এবং প্রত্যেকে পরিবারকে একটি করে চাকরি দিতে হবে স্থায়ী চাকরির দাবিতে আজ বিক্ষোভ দেখায় গেটের সামনে। প্রসঙ্গত গতকাল দুপুর নাগাদ ঘটনাটি ঘটে বলে জানায় আইওসির কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তিতে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গতকাল তিন জনের মৃত্যু হয়েছে ,বাকি ৪৪ জন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে,তাদের মধ্যে ২২ জনকে গ্রিন করিডোর করে কলিকাতায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এইদিন দীর্ঘক্ষন ধরে চলে এই বিক্ষোভ প্রদর্শন, তবে এই বিক্ষোভ কে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী।