প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : আবারো ছাই বোঝাই কন্টেনার উল্টে গেল হাই রোডের উপর। ঘটনাটি ঘটে হুগলি সেতু অভিমুখে কোনা এক্সপ্রেস ওয়ের উপরে । একই জায়গায় আবারো উল্টে গেল ছাই বোঝাই একটি কন্টেইনার। 3 টি হাইড্রা ক্রেনের সাহায্যে পুলিশ সেটি উদ্ধার করে প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ.। পুলিশ সূত্রে খবর কোন ব্যক্তি হতাহত হয়নি কিভাবে ট্রাকটি উল্টে গেল তা খতিয়ে দেখছে পুলিশ।