কৃষি ঋণ মুকুবের দাবি নিয়ে সবং BDO অফিসে স্মারকলিপি প্রদান করল বিজেপি,উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

0
479

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- কৃষকদের স্বার্থে রাজ্য বিজেপির নির্দেশ অনুসারে বিভিন্ন ব্লকে ব্লকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি।তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের সবংএ ব্লক স্মারকলিপি কর্মসূচি সেরে ফেললেন বিজেপি নেতা কর্মীরা।কৃষকদের ঋণ মকুব করতে হবে, আলু,ধান সহ ফুল চাষের ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দিতে হবে একাধিক দাবিতে এইদিন  সবং আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করল বিজেপি।সেই “কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও” স্লোগানকে সামনে রেখে ব্লক অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় শুভেন্দু  অধিকারী।সবং থানা এলাকা থেকে মিছিল করে সভামঞ্চে আসেন শুভেন্দু ।পাশাপাশি রাজনৈতিক হিংসার বলি বিজেপি কর্মীর পরিবার কে আর্থিক সাহায্য তুলে দেন শুভেন্দু।পাশাপাশি সরকারীভাবে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
অন্যদিকে বক্তব্যে বারংবার আক্রমন করেছেন সবং এর বিধায়ক তথা মন্ত্রী মানস ভুইয়া সহ মমতা বন্দোপাধ্যায় কে।সবং, পিংলা,ডেবরার বন্যায় বানভাসী হয়েছিল।সেক্ষেত্রে চাষিদের দাবিতে একাধিক মন্তব্য করেন তিনি।তবে এইদিন এই সমাবেশ ছিল বেশ তাৎপর্যপূর্ণ।ছিলেন বিজেপি নেতা অমূল্য মাইতি, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস সহ অন্যান্যরা।