গুণধর ছেলের কীর্তি, বৃদ্ধ বাবা ও বিধবা ভাই-বৌ এর উপর অত্যাচার।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য মালদহের মানিকচকের নাজিরপুর খয়ের তলা এলাকায়।বৃদ্ধের নাম দুঃখ মন্ডল(৮১)। দুই ছেলের মধ্যে ছোট ছেলে সুকুমার মন্ডল মারা গেছে প্রায় চার বছর আগে। বড় ছেলে রাজকুমার মন্ডল দিল্লিতে ঠিকাদারের কাজ করে প্রায় কয়েক কোটি টাকার মালিক।
মানিকচক-চাঁচোল রাজ্য সড়ক লাগোয়া শেষ সম্বল পাঁচ শতক জায়গায় টিনের ঘর করে বিধবা বৌমা কে নিয়ে দিন গুজরান করেন বৃদ্ধ। বিধবা বৌমা পরিচারিকার কাজ করে দেখাশোনা করেন বৃদ্ধের। অভিযোগ সেই জমি বৃদ্ধের কাছ থেকে হাতিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকে অভিযুক্ত রাজকুমার মন্ডল। বৃদ্ধ তাতে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন রাজকুমার মন্ডল, শশুর কে বাঁচাতে বিধবা লক্ষ্মী মণ্ডলও আক্রান্ত হন।
দুঃখ মন্ডলের আঘাত গুরুতর হওয়ায় স্থানীয়রা তাকে মানিকচক গ্রামীন হাসপাতালে নিয়ে যান।আক্রান্ত লক্ষ্মী মণ্ডল ভাসুর রাজকুমার মন্ডল এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। তাদেরকে নাকি প্রাণনাশের হুমকি দিয়েছেন রাজকুমার মন্ডল এমনই অভিযোগ করেছেন লক্ষ্মী মণ্ডল। ঘটনার তদন্ত শুরু করেছেন মানিকচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *