ট্রাক্টরে চাপা পড়ে মৃত যুবক, ঘাতক ট্রাক্টরের খোঁজে পুলিশ।

0
798

বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুরঃ ট্রাক্টরে চাপা পড়ে মৃত যুবক, ঘাতক ট্রাক্টরের খোঁজে পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের পদ্মপুকুর এলাকার। জানা গেছে দুর্ঘটনায় মৃত যুবকের নাম ছোটন বিশ্বাস(২৪)। মৃত যুবকের বাড়ি বালুরঘাট শহরের নেপালি পাড়ায়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর এদিন সকালে পায়ে হেটে নিজের বাড়ি অভিমুখে যাচ্ছিলেন ছোটন বিশ্বাস নামের ঐ যুবক। সে সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর ছোটন বিশ্বাস-কে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার কথা চাউড় হতেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। এরপর বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং মৃত যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রাথমিকভাবে জানা পুলিশ ঘাতক ট্রাক্টরটির খোঁজ শুরু করেছে।