প্রতিনিয়ত বন্য দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ তেলিয়ামুড়া বিভিন্ন গ্রামীণ এলাকার বসবাসকারী লোকজন।

0
281

তেলিয়ামুড়া, রাহুল দাসঃ- তেলিয়ামুড়া থানা এলাকার বিস্তীর্ণ গ্রামীণ এলাকাজুড়ে বন্যহাতির তান্ডব অব্যাহত রয়েছে প্রায় প্রতিনিয়ত বন্য দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ তেলিয়ামুড়া বিভিন্ন গ্রামীণ এলাকার বসবাসকারী লোকজন। এই বন্য দাঁতাল হাতি ক্রমাগত আক্রমণ থেকে রক্ষা পেতে বৃহস্পতিবার সকাল 11 টা নাগাদ তেলিয়ামুড়া চাকমা ঘাট মহকুমা শাসকের কার্যালয়ের সামনে মহারানী পুর কর্মকার টিলা অফিস টিলা জুম বাড়ি উত্তর কৃষ্ণপুর সহ বেশকিছু গ্রামীণ এলাকা জুড়ে প্রায় প্রতি নিয়ত বন্য দাঁতাল হাতির ক্রমাগত উন্মুক্ত তাণ্ডবে অতিষ্ঠ গ্রামীণ এলাকার লোক জনেরা ফলে একপ্রকার বাধ্য হয়ে ওইসব এলাকায় বসবাসকারী লোকজনেরা এই সমস্যা নিরসনের দাবিতে তেলিয়ামুড়া আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে দীর্ঘ প্রায় তিন ঘন্টা যাবত এই অবরোধ চলতে থাকে এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ তেলিয়ামুড়া চাকমা ঘাট মহকুমা শাসকের কার্যালয়ের সামনে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ এবং তেলিয়ামুড়া বনদপ্তর এর আধিকারিক গন। গ্রামবাসীদের মূলত দাবী হল তাদের এই সমস্যা থেকে অতি দ্রুত পরিত্রাণ দিতে হবে এবং এ ব্যাপারে রাজ্যের বনমন্ত্রী কে এসে গ্রামবাসীদের সাথে এ সমস্যা নিরসনে কথা বলতে হবে নতুবা তাদের এই জাতীয় সড়ক অবরোধ চলতে থাকবে বলে দাবি জানায় গ্রামবাসীরা। এই পথ অবরোধ মুক্ত করার জন্য তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সহ তেলিয়ামুড়া বনদপ্তর আধিকারিকরা দফায় দফায় অবরোধকারীদের সাথে কথা বললেও অবরোধ তুলতে একপ্রকার ব্যর্থ প্রশাসন’। দুপুর দুইটায় সংবাদ লেখা পর্যন্ত অবরোধ চলতে থাকে বলে জানা গেছে।