বিক্ষোভ বিজেপির পক্ষ থেকে কালিয়াগঞ্জ বিডিও অফিসের সামনে।

0
319

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-  বিক্ষোভ বিজেপির পক্ষ থেকে কালিয়াগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ কে সামাল দিতে ব্লক প্রশাসনের উদ্যোগে হাসপাতাল রোডে বেরিকেট লাগানো হয়। হাসপাতালের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যায়। কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে ব্যারিকেডকে রাস্তায় অর্ধেক ব্যারিকেড করা। প্রায় 50 জনের মতন বিজেপি কর্মী কর্মী সমর্থকরা কৃষকদের হয়রানি নিয়ে ও কৃষকদের থেকে অতিরিক্ত ধানের ধলতা নেওয়া হয় তার প্রতিবাদে মূলত বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসে কিন্তু ডেপুটেশন সময় বিজেপি কর্মী ও সমর্থকরা বিডিও অফিসের না ঢুকতে পারে যার কারণে ব্লক প্রশাসনের পক্ষে হাসপাতাল রোডে বেরিকেট লাগানো হয়। এনিয়ে নিন্দার ঝড় কালিয়াগঞ্জ শহরে।

ব্লক প্রশাসনের ভিতরে জায়গা থাকত কেন বেরিগেট করা হলো হাসপাতাল রোডে প্রশ্ন থাকছে সাধারণ মানুষের।
বিজেপি কর্মী সমর্থকরা হাসপাতাল রোডে বসে বাদাম খেলেন ও বিক্ষোভ দেখালেন ব্লক প্রশাসনের বিরুদ্ধে । উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর সুকান্ত মোর অবস্থিত বিজেপি পার্টি অফিস থেকে একটি ধিক্কার মিছিল করে বিডিও অফিসের সামনে হাসপাতাল রোডে বিক্ষোভ দেখায় কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসন্নকুমার ধারাকে ৭ দাবি নিয়ে লিখিত অভিযোগ জানানো হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিষান মোর্চার জেলা সম্পাদক তপন কুমার সরকার, এছাড়া বিজেপির নেতা কমল সরকার, উৎপল মজুমদার তারনি কান্ত রায়, বিমল বর্মন, বসন্ত রায় সহ অনান্য।