গড়বেতার গাছ কাটার ঘটনায় কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য, মেদিনীপুরে এসে জানালো বনমন্ত্রী।

0
312

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রবিবার যৌথ বন পরিচালনের উদ্যোগে সোমবার মেদিনীপুর শহরের প্রদ্যত স্মৃতি ভবনে বন বিষয়ক সভার আয়োজন করা হয়। এই দিন উপস্থিত ছিলেন মুখ্য বনপাল সৌমিত্র দাশগুপ্ত ,মুখ্য বনপাল ( দক্ষিণ ) কল্যাণ দাস , বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক , রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা , মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ- সভাধিপতি অজিত মাইতি, বিধায়ক দীনেন রায়, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন।
এই দিনের বৈঠকে বন মন্ত্রী জানান , এই বছর বন সপ্তাহে সারা রাজ্য জুড়ে ১ কোটি চারা গাছ লাগানো হবে। বেসরকারি হাতে আরো ১ কোটি চারা গাছ তুলে দেওয়া হবে। প্রবাসী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান,গড়বেতায় গাছ কাটা নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। কাউকে নিস্তার দেওয়া হবে না, তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে, পাশাপাশি আরও জঙ্গল সুরক্ষিত রাখতে
বিট অফিসার দের বাইক ও এন্ড্রয়েড মোবাইল দেওয়া হবে। পাশাপাশি তিনি আরো জানান বন সুরক্ষা কমিটির উন্নতির জন্য জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here