আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার ভোরে ডাকাতির ঘটনায় আতংক ছড়াল আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি বাজারে। চরম সীমায় পৌঁছে গেছে দুষ্কৃতীদের দৌরাত্ম। দাবি উঠলো পুলিশ ফাঁড়ির। জানা গিয়েছে, বাড়ির মালিক দীপক শা ঘরে স্ত্রী আশা দেবীকে রেখে প্রতিদিনের মতো এদিনও সবে মাত্র মর্নিংওয়াকে বেড়িয়েছেন। ঠিক সেই সুযোগে মুখ ঢেকে হাতে ধারালো অস্ত্র নিয়ে এক দুষ্কৃতী ঢুকে পরে দীপক বাবুর ঘরে। ঘরে তখন আশা দেবী একাই ছিলেন। ঘরে ঢুকেই দুষ্কৃতী জমি বিক্রির টাকা বের করে দিতে বলে। আশা দেবী টাকা বের করতে অস্বীকার করলে প্রাণে মেরে ফেলে হুমকি দেয় দুষ্কৃতী। পরে আলমারি খুলে জামাকাপড় তছনছ করে ২৮ হাজার টাকা নিয়ে নিমেষে চম্পট দেয় দুষ্কৃতী। আশা দেবী জানান, আমার স্বামী সাড়ে পাঁচটা নাগাদ প্রাতঃভ্রমনে বের হবার পর অস্ত্র হাতে একজন ঘরে ঢুকে জমি বিক্রির টাকা চায়।আমি প্রথমে টাকা দিতে অস্বীকার করলে অস্ত্র দিয়ে আমাকে কেটে ফেলার ভয় দেখিয়ে আলমারি খুলে গচ্ছিত ২৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী।স্থানীয় প্রতিবেশী মনোহর লাখোটিয়া বলেন, “কিছুদিন আগে প্রকাশ্যে এক যুবক খুন হয়ে গেল শিশুবাড়ি বাজারে। আজ ভোরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। এতে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি পাশাপাশি শিশুবাড়িতে একটি পুলিশ ফাঁড়ির দাবি জানাচ্ছি।”
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার বৃহস্পতিবার ভোরে ডাকাতির ঘটনায় আতংক ছড়াল আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি বাজারে।