মহিলাদের অনলাইন frot এবং নারী সুরক্ষা সম্পর্কিত সতর্কতা নিয়ে জলপাইগুড়ি পিডি ওমেন্স কলেজ এ আজ একটি অনুষ্ঠান করা হয়।

0
324

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় মহিলাদের অনলাইন frot এবং নারী সুরক্ষা সম্পর্কিত সতর্কতা নিয়ে জলপাইগুড়ি পিডি ওমেন্স কলেজ এ আজ একটি অনুষ্ঠান করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ এর সুপার দেবশ্রী দত্ত ,ডিএসপি হেডকোয়ার্টার্স সমীর পাল, তপন কুমার মিত্র সহ অন্যান্য অধ্যাপক মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন , অনলাইন frot ,নারী সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং একটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয় যাতে কোন মহিলা অথবা নারী বিপদে পড়লে সেই হেল্পলাইন নাম্বারে কল করতে পারে।