জলপাইগুড়িতে সরকারি এম্বুলেন্সে অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্য এই অভিযোগ তুলে এবার পথে নামলো কংগ্রেস।

0
675

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়িতে সরকারি এম্বুলেন্সে অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্য এই অভিযোগ তুলে এবার পথে নামলো কংগ্রেস। কংগ্রেসের জেলা সভাপতি পিনাকী সেনগুপ্তর নেত্রীত্বে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখালো কংগ্রেস কর্মীরা।

ঘটনায় যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জী বলেন ১০২ এম্বুলেন্সে অক্সিজেন ফুরিয়ে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আর এটা নিয়ে ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ড্রাইভার কে শোকস নোটিশ দিয়েছে। অনির্বান ব্যানার্জীকে হাসপাতালে ভর্তী করা থেকে শুরু করে দাহ করা পর্যন্ত আমরা তার পাশে থেকেছি। কংগ্রেসের এখন কোনও কাজ নেই তাই মৃত্যু নিয়ে রাজনীতি শুরু করেছে। পাশাপাশি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়ে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন রিগিং এর অভিযোগ ভিত্তিহীন। কারন বিরোধীরা যেই ওয়ার্ড গুলি নিয়ে অভিযোগ করেছে সেখানে দেখা গেছে কংগ্রেস বা বিজেপি জিতেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here