অনলাইনে জিনিস কিনে বিপদ।

0
354

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- অনলাইনে জিনিস কিনে বিপদ। ৫০% শতাংশ ছাড়ে মোবাইল কিনতে গিয়ে ৩৩০০ টাকায় পেল মাটির দোলা। চাঞ্চল্য জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড়ে। জানা গেছে জলপাইগুড়ির কুকুরজান এলাকার এক চা-বাগানের শ্রমিক বিজয় দেবনাথ । তাকে দিল্লির এক মোবাইল নাম্বার থেকে ফোন করে ফিফটি পার্সেন্ট ছাড়ে মোবাইলের কথা বলেন। সেই যুবক রাজি হয়ে অনলাইনে বুক করেন। বৃহস্পতিবার সেই মোবাইল ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিস আসে। ৩৩০০ টাকা দিয়ে সেই মোবাইলের পার্সেল নেওয়ার পর প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ। মোবাইলের বদলে প্যাকেটে রয়েছে মাটির দলা। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ডেঙ্গু ঝাড় চা বাগানে। ওই যুবকের আক্ষেপ তিনি পেশায় শ্রমিক। তার এত টাকা প্রতারণার শিকার হওয়ায় ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে ডেঙ্গুঝাড়য়া পোস্ট অফিসের এক আধিকারিক জানায় তাদের নিয়ম নেই টাকা ফিরিয়ে দেওয়ার। হাত-পা বাঁধা রয়েছে। তাই কিছু করার নেই। লিখিত অভিযোগ জমা দিলে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।