তৃণমূল কংগ্রেস যেদিন রাজ্যের বাইরে পা রাখবে সেদিন গরুর গাড়িতে হেডলাইটে দরকার হবে,নন্দীগ্রামে BJPর বিক্ষোভ সমাবেশে এসে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

0
319

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:- তৃণমূল কংগ্রেসের ভুল নীতির জন্য কৃষকদের শোচনীয় অবস্থার জন্যে কৃষকদের স্বার্থ রক্ষার্থে কৃষিঋণ সহ একাধিক দাবি নিয়ে রাজ্যজুড়ে বিজেপির বিক্ষোভ সমাবেশে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সমাবেশে এসে বলেন যত আশা কর্মী চাকরি ছিল তাদের চাকরি এরা নিয়েছে, কি করে এই আবর্জনা পরিষ্কার করতে হয় সেটা শুভেন্দু অধিকারী জানে, মুখ্যমন্ত্রীর সম্পর্কে বলেন এখানে তো তাঁবু গেড়ে বসে ছিল একটা হেলিকপ্টার ,সশস্ত্রবাহিনী আপনারা ভালোমতো বাড়ি পাঠিয়ে দিয়েছেন আর জীবনে আসার নাম ধরবে না, আগে বলতাম নন এমএলএ মুখ্যমন্ত্রী এখন বলি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, আবাস যোজনার টাকা মারা এবং কাটমানির টাকা খাওয়া এই সরকার মুছে যাবে,আপনারাই এই সরকারকে সাফ করে দেবেন, এই দিন নন্দীগ্রামে বিক্ষোভ কর্মসূচিতে এসে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।