জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ফিস না নেওয়ার নিয়ম না থাকলেও তা অগ্রাহ্য করে প্রাইমারি ছাত্র-ছাত্রীদের ভর্তির সময় ফিস নেওয়ার অভিযোগ উঠলো জলপাইগুড়ি শহরের বেশ কিছু নামি-দামি প্রাইমারি স্কুলের বিরুদ্ধে।। এই অভিযোগ তুলে আজ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক এর অফিসে বিক্ষোভ দেখিয়ে তার নিকট স্মারকলিপি দেওয়া হলো এসএফআই জলপাইগুড়ি সদর এক নম্বর লোকাল কমিটির পক্ষ থেকে, এদিন নেতৃত্ব অভিযোগ করেন প্রাইমারি ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য সম্পূর্ণ অনৈতিকভাবে ফিস নিয়ে চলছে কয়েকটি স্কুল, আমাদের কাছে এর প্রমানও রয়েছে, অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতেই হবে, এইভাবে পয়সার বিনিময়ে প্রয়োজনের অতিরিক্ত ছাত্র-ছাত্রী ভর্তি করানো হচ্ছে কয়েকটি স্কুলে, আর এরফলে শহরের প্রায় চল্লিশটি স্কুল ছাত্র-ছাত্রীদের অবাবে ধুকছে, স্কুলগুলি বন্ধ হওয়ার সম্মুখীন, ফলে ডিআই স্যারের নেতৃত্বে শিক্ষা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে স্কুলগুলোতে সমবন্টন নীতি গ্রহন করে স্কুলগুলোকে বন্ধ হওয়ার থেকে রক্ষা করা, এছারাও কোভিডকালে শিশুদের মিডডেমিল এ আরো পুষ্টিযুক্ত খাদ্যসামগ্রী দেওয়ার দাবীও রাখা হয়, উপস্থিত ছিলেন সংগঠনের লোকাল কমিটির সভাপতি শুভম সাহা, জেলা নেতৃত্ব শুভময় ঘোষ, অনুভব দে, পাপাই মহম্মদ, সায়ন্তন খাসকেল সহ নেতৃত্বরা।।