জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ভারতআজাদীকে মহোৎসব । 1000000000 ভ্যাকসিন ও বিজয় দিবস উপলক্ষে আদর্শ ব্যায়ামাগারে ফিল্ড আউট্রিচ বিউরো এবং মিনিস্ট্রি অফ ইনফর্মেশন ব্রডকাস্টিং গভারমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে একটি অনুষ্ঠান করা হয়েছে আদর্শ ব্যায়ামাগারে। উপস্থিত ছিলেন ইনফর্মেশন অন্ড ব্রডকাস্টিং এর অফিসার প্রেম লামা ,বিশিষ্ট সমাজসেবক করিমুল হক ও বিশিষ্ট ইতিহাসবিদ উমেশ শর্মা এবং এ এন ওয়াই কে ডাইরেক্টর এন্টি সেরপা এবং বিশিষ্ট যোগ বিশারদ সুজিত গাঙ্গুলী । এদের সবাইকে ভারত সরকারের তরফ থেকে সম্মান করা হয়।পাশাপাশি একটি অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী ছাত্র ছাত্রীদের পুরুস্কার বিতরণ করা হয়।