জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বৃহস্পতিবার রাতে উৎবোধন হল খাদ্য মেলার।উৎবোধন করেন ,বিধায়ক প্রদীপ কুমার বর্মা,পৌরসভার চেয়ারপারসেন পাপিয়া পাল,ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটাজী ,জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ.প্রদীপ জালিয়ে খাদ্য মেলার উৎবোধন হয় এই দিন। ১৯নং ওয়ার্ডের কোর্ডিনেটর লোপামুদ্রা অধিকারীর উদ্যোগে, ১৯নং ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠী দ্বারা আয়োজিত ষষ্ঠতম *খাদ্য উৎসব*।
তরুণ দল ক্লাবের খেলার মাঠে এই মেলা বসেছে।প্রায় শতাধিক রকমারি খাবারের স্টল আছে এই খাদ্য মেলায়।পিঠে পুলি ,পায়েস ,থেকে চট কাকলেট ইত্যাদি খাবারের স্টল আছে এখানে।তিনদিন চলবে এই মেলা।