সরকারী কাজ হয়নি, তাই এলাকার বাসিন্দারা চাঁদা তুলেই সরকারী কাজ শুরু করলেন।

0
254

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কালভার্টের কাজ না হবায় । নিজেদের টাকা দিয়েই চাঁদা তুলে কালভার্টের কাজ শুরু করল ওয়ার্ডের বাসিন্দা রা। জলপাইগুড়ি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের নিউটাউন পাড়া ও বোসপাড়া হাইডেনের কাছের বাসিন্দারা।ওয়াডের বাসিন্দারা বলেন পৌরসভা ও কাউন্সিলর কে জানানো হয়েছিল। কিন্তু কোন কাজ হয়নাই।তাই বাধ্য হয়েই আমাদের কয়েক জন নিজেদের টাকা চাঁদা তুলেই এই কাজ শুরু করলাম।জানা গেছে দীর্ঘ সময় ধরে নিউটাউন পাড়া বোসপাড়া সংলগ্ন একটি হাইডেনের পাশে একটি কালভার্টের করুন অবস্থার কথা জলপাইগুড়ি পৌরসভা ও কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা দেব কে জানানো হয়েছিল কিন্তু কোন ধরনের কাজ এগিয়ে যায়নাই।সামনেই বর্ষা। কালভার্ট যখন তখন ভেঙে যেতে পারে।তাই আজ থেকে এই কালভার্টের কাজ চাঁদা তুলে করার উদ্যোগ নিয়েছে ওয়ার্ডের বাসিন্দা রা। বিষয়টি নিয়ে কাউন্সিলর শুভ্রা দেব বলেন , আমিও পৌরসভায় পুরো কালভার্টের অবস্থার কথা জানিয়েছিলাম। কিন্তু পৌরসভার আথিক অবস্থা এখন ভালো নাই।তাই কাজটি হয়নাই।আমি তাদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও পৌরসভার উপ পৌরপিতা সৈকত চ্যাটাজী বলেন বিষয়টি আমার জানা নাই।জানলে অবশ্যই কাজটি করে দিতাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here