আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আগামীকাল বড়দিন। বড়দিনের প্রস্তুতি চলছে ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের মিশন লাইনে। প্রতিবছরই তাসাটি চা বাগান মিশন লাইনের গির্জায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় ও বিভিন্ন এলাকার মানুষেরা ওই অনুষ্ঠানে শামিল হন। মূল উৎসব ২৫ শে ডিসেম্বর হলেও উৎসবের মেজাজ থাকে সপ্তাহ জুড়েই। শুক্রবার সকাল থেকে অনুষ্ঠানের আয়োজনের তোড়জোড় শুরু হয়েছে। গির্জা সাজিয়ে তোলার কাজও শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে সাজোসাজো রব তাসাটি চা বাগান জুড়ে। ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, করোনা পরিস্থিতিতে ব্যাপক সংকটে পড়তে হয়েছে সকলকে। তবে ধীরে ধীরে সেই পরিস্থিতি কিছুটা বদলেছে। তাই উৎসবের আমেজে এলাকার বাসিন্দারা বর্তমানে আনন্দে মেতে উঠেছেন। অন্য দিকে বড়দিন উপলক্ষে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন গির্জা ঘর সেজে উঠছে। বিভিন্ন গির্জায় বড়দিনের প্রস্তুতি চলছে জোর কদমে।