রাজ্যের কৃষকদের স্বার্থে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলছে বিজেপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি।

0
397

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- কৃষকদের ঋণ মুকুব সহ সারের দাম কমানো এবং একাধিক দাবি দাবা নিয়ে রাজ্য বিজেপির নির্দেশ অনুসারে রাজ্য জুড়ে চলছে বিজেপির বিক্ষোভ প্রদর্শন, রাজ্যের প্রতিটি ব্লকে বিক্ষোভ করে ব্লক প্রশাসনকে স্মারকলিপি প্রদান করছে বিজেপি নেতা কর্মীরা, শুক্রবার তারই অঙ্গ হিসেবে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিজেপির নেতা কর্মীদের তরফ থেকে, এইদিন এই বিক্ষোভ প্রদর্শনে বেশ কয়েকটি জায়গায় সামিল হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম, খেজুরি সহ একাধিক ব্লকে বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি নেতা কর্মীরা, এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচির মধ্য দিয়ে কার্যত নিশানা করলেন রাজ্য সরকারের উপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কার্যত কৃষকদের নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করলেন বিরোধী দলনেতা, পাশাপাশি এইদিন বিকেলে কোলাঘাট ব্লকে বিজেপির তিন নম্বর মন্ডল বিজেপির তরফ থেকে কোলাঘাট বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন সহ স্মারকলিপি প্রদান করলেন বিজেপি নেতা কর্মীরা, এইদিন জেলা বিজেপির সম্পাদক দেবব্রত পট্টনায়ক বলেন আমরা কৃষকদের স্বার্থে লড়ছি এবং আগামী দিনেও লড়বো, পাশাপাশি রাজ্য থেকে তৃণমূল থেকে উৎখাত করব, পাশাপাশি তিনি বলেন কৃষকদের কৃষি ঋণ, এবং সারের দাম কমানোর সহজ ১৪ দফা দাবি নিয়ে আমরা সালাত জেলা জুড়ে বিক্ষোভ প্রদর্শন করছি, আগামী দিনে নবান্ন গিয়ে এই বিক্ষোভ প্রদর্শন করা হবে যতদিন না কৃষকদের কৃষি ঋণ মুকুব করা হয় ততো দিন ধরে চলবে এই বিক্ষোভ প্রদর্শন।