একদিনের ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করলেন রানাঘাট পৌরসভার পুরপ্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায়।

0
547

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- বড়দিন উপলক্ষে রানাঘাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে কোর্ট পাড়া ইয়ংসের পরিচালনায় একদিনের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ।উদ্বোধন করেন রানাঘাট পৌরসভার পুরপ্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায় ,উপ পৌরপ্রশাসক শেখর মুহুরী প্রাক্তন কাউন্সিলর বিজন সরকার সহ বিশিষ্ট ব্যাক্তিগন।