ঙ্গুয়াঝার চা বাগানের শ্রমিক দের পরিবারের শিশু,কন্যা, মহিলা, পুরুষ, দের জামা কাপড় শীত বস্ত্র, শাড়ি 300 পরিবারের হাতে তুলে দেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC

0
182

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আজ 25 শে ডিসেম্বর 2021, বড় দিন উপলক্ষে জলপাইগুড়ি সদর ব্লক এর পাহাড় পুর গ্রামপঞ্চায়েতের অধীনস্থ 18/20 বুথ সংসদ নং02. ডেঙ্গুয়াঝার চা বাগানের 10 লাইনে চা বাগানের শ্রমিক দের পরিবারের শিশু,কন্যা, মহিলা, পুরুষ, দের জামা কাপড় শীত বস্ত্র, শাড়ি 300 পরিবারের হাতে তুলে দেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC অঃসংঠিত শ্রমিক সংগঠন সভাপতি স্বপন সরকার ।পরিবহন কমী’ ইউনিয়ন সম্পাদক গৌতম ঘোষ, পঞ্চায়েত সদস্য অমুসা মুন্ডা পঞ্চায়েত সদস্য চন্দন বিশ্বাস । শ্রীমতি পৌলমী বাগচী, মায়া রায় প্রামাণিক পুতুল রায় INTTUC নেতা মহম্মদ ইসমাইল রহিত সিং, সহ INTTUC ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিলেন ।। শ্রমিকরা এই সমস্ত বস্ত্র পেয়ে খুব খুশি । স্বপন সরকার ( সভাপতি) অংসঃগঠি শ্রমিক সংগঠন /INTTUC. জলপাইগুড়ি জেলা কমিটি ।