প্রতিশ্রুতি মত কথা রেখেছেন বিধায়ক, শান্তিপুর থেকে ফুলিয়া দূরত্ব বেশি হওয়ার কারণে বিধায়কের কার্যালয় উদ্বোধন হলো আজ।

0
396

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার ফুলিয়ায় বিধায়কের কার্যালয় উদ্বোধন করলেন বিধায়ক কিশোর গোস্বামী। শান্তিপুর বিধানসভার উপ নির্বাচনের পরপরই শান্তিপুর ব্লকের বেল ওয়ান বেল টুর তৃণমূল কর্মীরা বিধায়ক ব্রজকিশোর গোস্বামী কে জানিয়েছিলেন ওই এলাকায় একটি দলীয় কার্যালয়ের খুবই দরকার। বিধায়ক আশ্বস্ত করেছিলেন তিনি ভোটে জেতার পরে একটি বিধায়কের কার্যালয় করে দেবেন, আজ তা সম্পূর্ণ হলো। উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লকের বেল ওয়ান বেল টুর একাধিক তৃণমূল কর্মী সমর্থক। বিধায়ক জানান এলাকার তৃণমূল কর্মীরা তাকে জানিয়ে ছিলেন এখানে একটি দলীয় কার্যালয়ের খুবই দরকার এছাড়াও বিধায়ক হিসাবে এই অঞ্চলের মানুষের যেন খোঁজ খবর নিতে পারি সেই কারণেই এই দলীয় কার্যালয় টি করা হয়েছে। মাঝেমধ্যে আমি এখানে এসে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা জানতে পারবো এবং তাদের পাশে থাকতে পারবো। তবে সশরীরে সপ্তাহে দু এক দিন উপস্থিত থাকলেও বাকি সময়, তার প্রতিনিধি হিসাবে স্থানীয় দায়িত্ব দেওয়া একটি কমিটি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সকাল 8 টা থেকে রাত 8 টা পর্যন্ত নিয়মিত খুলে রাখা এবং মানুষের পরিষেবা পাওয়া যাবে বলে জানান বিধায়ক।