এবার পথে ভিন্ন ধরণের সচেতনতা মূলক প্রচার এ বীরভূম পথ প্রদর্শক নাগরিক মঞ্চ।

0
335

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- করোনা র বাড়বাড়ন্ত র জন্য ইতি মধ্যেই বীরভূম সবকটি শহরে আংশিক লকডাউন চলছে, জেলা প্রশাসন এর পাশাপাশি এবার পথে ভিন্ন ধরণের সচেতনতা মূলক প্রচার এ বীরভূম পথ প্রদর্শক নাগরিক মঞ্চ। এদিন সাইথিয়ার বিভিন্ন মোড়ে পথ গানের মধ্য দিয়ে পথ চলতি মানুষদের সচেতনতা মূলক পাঠ দিলেন, এছাড়াও তারা সবজি বাজার এও এই প্রচার চালাবে বলে জানান, আর সেই গান পরিবেশন করলো ক্ষুদে দুই শিল্পী। খুব প্রচলিত ভুবন বাদ্যাকরের কাচা বাদাম গানের সুরে বছর দশের আর্য সিনহা ও আমরা করবো জয় গানের সুরে বছর আটের সৃক্কনী ঠাকুর , এই দুই শিল্পী সচেতনতা মূলক পাঠ দেন শহরের বিভিন্ন মোড়ে মোড়ে, যেখানে মাস্ক পরা, সামাজিক দূরত্বতা বজায় রাখার অনুরোধ ও স্যানিটাজার ব্যবহার করার কথা তুলে ধরা হয়েছে গানের মধ্য দিয়েই। এছাড়াও সংস্থার পক্ষ থেকে ও সাইথিয়া থানার উদ্যোগে পথ চলতি মানুষদের মাস্ক ও স্যানিটাইজার বিতরণও করা হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে ভাস্কর মণ্ডল ও রুমকি রায় জানান, আমরা জনতা কার্ফু র দিন থেকেই পথে নেমে কাজ করেছি, যেকোনো পরিস্থতিতে আমরা মানুষের পাশে থাকতে বদ্ধ পরিকট।
ছবি ও তথ্য-সুকান্ত রায়, বীরভূম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here