প্রভু যীশুর জন্মদিন পালন বাঁকুড়ার চার্চে।

0
311

সুদীপ সেন, বাঁকুড়াঃ- সারা পৃথিবী জুড়ে আজ মহা সমারোহে শান্তি ও সম্প্রীতির দূত যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হচ্ছে।
দিনটি সকলের কাছে বড়ো দিন নামে পরিচিত।

আমাদের রাজ্যের বিভিন্ন স্থানের সাথে বাঁকুড়া তে ও দিনটি মহা ধুমধামে সহকারে পালিত হয়।

যীশু খ্রিস্টের বাণী, প্রার্থনা ,সঙ্গীত ও বক্তব্যের মাধ্যমে দিনটি পালন করা হলো বাঁকুড়ায়।

এই উপলক্ষ্যে স্কুল ডাঙ্গা সংলগ্ন চার্চে সুদৃশ্য রূপে চার্চ টিকে সাজিয়ে তোলা হয়।

চার্চের ফাদার গণ, অসংখ্য খ্রিস্টান ধর্মী মানুষ ছাড়াও অনেক সাধারণ মানুষ এখানে উপস্থিত হন।