প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর 98 তম জন্মদিবস পালন দুবরাজপুরে।

0
268

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর 98 তম জন্মদিবস পালন করা হল বীরভূম জেলার দুবরাজপুর বিজেপি কার্যালয়ে।প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিবস উপলক্ষে দেশে ‘সুশাসন দিবস’ হিসেবেও পালিত হয় ৷ এদিন বাজপেয়ীজির প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়, জেলা কমিটির সদস্য প্রভাত চ্যাটার্জি, দুবরাজপুর শহর মন্ডল সভাপতি সন্দীপ আগরওয়াল, সাধারন সম্পাদক স্বরুপ আচার্য সহ আরো অনেকে। উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ছিলেন ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি তিন দফায় দেশের প্রধানমন্ত্রিত্ব সামলেছিলেন ৷ 1996 সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও 1998 থেকে 2004 টানা দেশের প্রধানমন্ত্রী ছিলেন ‘ভারতরত্ন’ অটলবিহারী বাজপেয়ী৷