বড়দিনের রাতে চার চারটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

0
324

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বড়দিনের রাতে চার চারটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শনিবার গভীর রাতে চার চারটি দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজার এলাকায়। বড়দিন উপলক্ষে সকালে দোকান খুলতে এসে চক্ষু চড়ক গাছ সোনার দোকানের মালিক তপন দত্তের। তিনি দোকানে এসে দেখেন দোকানের সাটার ভেঙে সবকিছু নিয়ে গেছে চোরের দল। জানা গিয়েছে, সোনার দোকানের পাশাপাশি গৌরাঙ্গ পালের চালের গোডাউন , দীনেশ সূত্রধরের বাসনের দোকান, সুখরঞ্জন দেবনাথের জামা কাপড়ের গোডাউনেও চুরি হয় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।